তেরখাদা থানা আক্রমণ, নড়াইল
মে মাসের মাঝামাঝি সময়ে কালিয়া মুক্তিবাহিনী তেরখাদা পুলিশ থানা আক্রমণ করে এবং ১৭টি রাইফেল উদ্ধার করেন। জুন মাসের শেষ দিকে কমান্ডার আবুল কালামের বিশাল বাহিনী, আজিজ মুন্সির বাহিনী ও অন্যান্য যোদ্ধারা তেরখাদা কাটেঙ্গা উচ্চ বিদ্যালয়ে অবস্থান নেওয়া রাজাকারদের আক্রমণ করে। শোনা যায়, ওই যুদ্ধে কয়েকজন রাজাকার নিহত হয়। ওই যুদ্ধে মুক্তিবাহিনীর শক্তি বৃদ্ধিকল্পে কলাবাড়িয়ার আঃ জব্বার মোল্যা ও মহসিন হোসাইন অবিরাম দৌড়ে ৯ মাইল পথ অতিক্রম করে টোনার মুক্তিবাহিনীর ক্যাম্পের হেমায়েত মুন্সির নিকট থেকে খবর সংগ্রহ করতে গিয়েছিল। তখন সারা পথ ছিল কর্দমাক্ত। পথে যে কোনো সময় শক্র পরিবেষ্টিত হওয়ার আশঙ্কা ছিল। কমান্ডার আবুল কালাম হেমায়েত মুন্সির নিকট পত্র দিয়ে এর সাহায্য চেয়েছিলেন।
[৬২৫] মহসিন হোসাইন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত