তেরখাদা রাজাকার ক্যাম্প আক্রমণ, নড়াইল
২৮ আগস্ট শেষ রাতে কমান্ডার আবুল কালামের বাহিনী, আজিজ মুন্সীর বাহিনী, মুজিববাহিনী, ই.পি. সিপির গণবাহিনী ও হামু মোল্যার বাহিনী তেরখাদার রাজাকার ক্যাম্পে আক্রমণ করেন। মিলিত বাহিনী যুদ্ধে যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিলেও চিত্রা নদী দিয়ে পাকবাহিনীর গানবোট আসার ভুল সংবাদে মুক্তি প্রয়াসী যোদ্ধারা তাদের অবস্থান উঠিয়ে নেয়। ওই যুদ্ধে মুক্তিবাহিনীর বাবুপুর নিবাসী লায়েক মুন্সি নিহত হয়। শোনা যায়, কয়েকজন রাজাকারও নিহত হয়।
[৬২৫] মহসিন হোসাইন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত