তেলিবাজার সেতু ধ্বংস, সিলেট
তেলিবাজার অবস্থিত সিলেটে। এই শহরের দক্ষিণে যোগাযোগের একমাত্র পথ এ সেতুটি। তাই বিভিন্ন স্থানের সাথে সংযোগ বিচ্ছিন্ন করার জন্যই এটি ধ্বংস করার পরিকল্পনা তৈরি করা হয়। এতে অধিনায়কত্ব করেন মুক্তিযোদ্ধা গামা ও রফিকুল হক। আরো হলেন অতনু মাহমুদ খাঁ, কাজল পাল, ম.ই মোক্তাদির, আজার আহমদ প্রমুখ। পথপ্রদর্শক মকসুদ ইবনে আজিজ লামা। মুক্তিযোদ্ধারা বহু কষ্টে তেলিবাজার এসে পৌঁছায়। কয়েকটি গ্রুপে এরা বিভক্ত হয়ে যায়। এর মধ্যে একটি একশন গ্রুপ সেতুর উপর উঠে প্লাস্টিক ডিনামাইট স্থাপন করে যাবার আগেই হামলার শিকার হয়। তবুও শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধারা সফলভাবে বিস্ফোরণ ঘটাতে সমর্থ হয়।
[৫৫] নিবেদিতা দত্ত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত