তালটিয়া অপারেশন, নরসিংদী
জুলাইয়ের শেষ নাগাদ ন্যাভাল সিরাজ তাঁর একটি দুঃসাহসী দলকে কতিপয় দায়িত্ব দিয়ে কালীগঞ্জের নাগরীতে পাঠায়। তাদের প্রতি নির্দেশ ছিল নাগরীতে দায়িত্ব পালন শেষে তারা যেন তালটিয়া চলে যায়। ন্যাভাল সিরাজ তালটিয়া গিয়ে আগেই উপস্থিত থাকেন। দলটি আসার পর তিনি সেখানে রেলওয়ে লাইনের ওপর বৈদ্যুতিক পদ্ধতিতে বিস্ফোরণ ঘটিয়ে খানসেনাদের বহনকারী একটি ট্রেন উড়িয়ে দেয়ার সাফল্য অর্জন করেন। এই ট্রেনের আরোহী বেশ কিছু খানসেনা আহত হয় এবং তাদের মধ্যে ১০ জন মারা যায় বলে জানা যায়।
[১২৭] সিরাজ উদ্দিন সাথী
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত