You dont have javascript enabled! Please enable it!

তালতলা থানা মুক্তি, মুন্সিগঞ্জ

পাকআর্মিরা তালতলা থানা অবরুদ্ধ করে তাদের কার্যক্রম অব্যাহত রাখে। থানা থেকে তাদের হটানোর জন্য মাহফুজুর রহমান মাফুজের গ্রুপ, পাওয়াল দিয়া মুন্সিগঞ্জের বিদ্যুৎ-এর গ্রুপ, শাহাজাহানের গ্রুপ, গোপীনাথ দাসের গ্রুপ, পরিমল চক্রবর্তীসহ কয়েকজন সাহসী মুক্তিযোদ্ধা মিলিত হয়ে পাকআর্মিদের আক্রমণ করে। এই যুদ্ধের পর পাকবাহিনীর হাত থেকে তালতলা থানা মুক্ত হয়।
[১১০] রীতা ভৌমিক

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত