তালিমপুর অপারেশন, বড়লেখা, সিলেট
তালিমপুর ইউনিয়ন ছিল প্রকৃতপক্ষেই রণক্ষেত্র। দু-একটি গেরিলা যুদ্ধ সংঘটিত হয় এখানে। তবে সম্মুখ যুদ্ধের জন্য বিখ্যাত হয়ে থাকবে এ ইউনিয়ন। হাকালুকি হাওরটি বাংলাদেশের সর্ববৃহৎ এক জলাশয়। এর পূর্ব পার্শ্বে তালিমপুর ইউনিয়ন সুজানগর এবং বর্ণি ইউনিয়ন, দক্ষিণে কুলাউড়া থানা, পশ্চিমে ফেন্সুগঞ্জ থানা এবং উত্তরে গোপালগঞ্জ থানা অবস্থিত। হাজার হাজার একর বিস্তৃত এ হাওরটি যুদ্ধে পেয়েছিল বহুমাত্রিকতা। বিভিন্ন প্রান্ত থেকে ভিন্ন ভিন্ন দল পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এখানে। এসব দল পৃথক পৃথক কমান্ডের অধীন ছিল। গোটা নয় মাসই হাওরে যুদ্ধের বিভীষিকা দেখেছেন হাওর অঞ্চলের অধিবাসীরা। কতটি যুদ্ধ এখানে সংঘটিত হয়েছে এর সঠিক হিসেব নির্ণয় দুরূহ কাজ। কারণ যুদ্ধগুলো বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন কমান্ডের অধীন সংঘটিত হয়। তথাপি নির্দ্বিধায় বলা চলে এ সংখ্যা কম নয়। কারণ হাওরে লাশ ভাসতে দেখা যেত সমস্ত যুদ্ধকাল ব্যাপী। হাকালুকির বড়লেখা সীমান্তে দুটি বড় যুদ্ধ সংঘটিত হয়। তাদের একটি মালাম কান্দি অন্যটি পিংলার কান্দি যুদ্ধ নামে পরিচিত।
[৯৩] মোস্তফা সেলিম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত