৭ এপ্রিল ১৯৭১ঃ ভারত সরকারের কাছে চীনের প্রতিবাদ
পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এবং নয়াদিল্লীতে চীনা দুতাবাসের সামনে অফিসারদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে উত্তেজিত করার জন্য চীন ভারতকে দোষারোপ করেছে। চীনা দূতাবাস ভারতের এ কার্যকলাপের বিরুদ্ধে ভারত সরকারের কাছে প্রতিবাদ করেছে। প্রতিবাদ লিপিতে বলা হয় যে বর্তমানে ভারত পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে এবং দিল্লিস্থ চীনা দুতাবাসের সামনে ২৯ মার্চ বিক্ষোভ প্রদর্শনে বেপরোয়া ভাবে উস্কানি দিয়েছে। বিক্ষোভ কারীরা প্রতিবাদ বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভ কালে পুলিশকে নিস্ক্রিয় থাকতে দেখা যায়। চীনের বার্তা সংস্থা পূর্ব পাকিস্তানে ভারতীয় হস্তক্ষেপের একটি প্রামাণ্য সংবাদ প্রচার করেছে। এ বিষয়ে তারা পাকিস্তানের বিভিন্ন সময়ের প্রতিবাদ লিপি দেয়ার খবর ও উল্লেখ করে।