You dont have javascript enabled! Please enable it! 1971.07.13 | ঠাকুরকোনা সেতু ধ্বংস, নেত্রকোনা - সংগ্রামের নোটবুক

ঠাকুরকোনা সেতু ধ্বংস, নেত্রকোনা

ঠাকুরকোনা সাবেক ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমা বর্তমানে নেত্রকোনা জেলার সদর থানার অন্তর্গত একটি গ্রাম। গ্রামটির অবস্থান থানা সদর থেকে ৩/৪ কি.মি. উত্তরে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে সোমেশ্বরী নদী। গ্রামের মাঝামাঝি অবস্থানে নদীর উপর সেতুটিই ঠাকুরকোনা সেতু হিসাবে এলাকায় পরিচিত। নেত্রকোনা এই ঠাকুরকোনা স্তুর উপর নির্ভরশীল ছিল। এই সেতু পাহারায় ১০ জন রাজাকার একটি দল নিয়োজিত ছিল।
১৩ জুলাই মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের নেতৃত্বে ৩০জন মুক্তিযোদ্ধারা একটি দল ঠাকুরকোনা সেতু আক্রমণ করে। মুক্তিবাহিনীর আক্রমণে সেতু পাহারারত রাজাকাররা পালিয়ে যায়। সেতু এলাকা দখলের পর মুক্তিবাহিনী ডিনামাইট দিয়ে সেতুটিকে উড়িয়ে দেয়। সেতুটি অকেজো হয়ে পড়ার ফলে থানা থেকে উত্তর দিকের কমাকান্দা, দুর্গাপুরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই যুদ্ধে অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধারা হলেন আব্দুল জব্বার, আবু বকর সিদ্দিক, মোহাম্মদ হাবিব, আবু আব্বাস, আব্দুর রাজ্জাক প্রমুখ।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত