ডালিমপুরে পাকবহরে হামলা, নবাবগঞ্জ
১৯৭১ সালের ২৭ সেপ্টেম্বর বেলা ১টার সময় পাকবাহিনীর এক কোম্পানি সৈন্য ঢাকা জেলা সদর থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত নবাবগঞ্জ থানার অধীন ডালিমপুরে তাদের অগ্রবর্তী অবস্থানে যাচ্ছিল; সেসময় মুক্তিবাহিনীর ৫০ জনের একটি গেরিলা দল পাকবাহিনীর উপর প্রচন্ড আক্রমণ করে এবং তাদের প্রচুর ক্ষয়ক্ষতিসহ অগ্রযাত্রা রোধ করে দেয়। বেসামরিক সূত্র থেকে জানা যায় যে, ঐ সংঘর্ষে একজন ক্যাপ্টেনসহ ৩৫ জনের মত পাকসৈন্য মারা যায়। এরপার গেরিলারা নবাবগঞ্জ থানার শক্র ক্যাম্প আক্রমণ করে ১২ জন সৈন্য হত্যা করে এবং ১ টি এলএমজি, ৩টি স্টেনগান, ১২টি ৩০৩ রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে।
[৫৯৪] তানজিলা তওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত