ঢাকা আরিচা মহাসড়ক এম্বুশ
১৯৭১ সালের ১৩ ডিসেম্বর পাকহানাদার বাহিনীর একটি যান্ত্রিক বহর (আনুমানিক এক কোম্পানি) আরিচা হতে ঢাকা শহরের দিকে অগ্রসর হচ্ছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে সাভারের মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল হামিদ রঞ্জু প্রায় ৩০ জনের একটি দলকে কনভয় এম্বুশ করার জন্য ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সাভার থানাধীন রাজাসন গ্রামে সংগঠিত করেন। আনুমানিক ২-টা ৩০ মিনিটে কনভয়টি সাভার বাজার অতিক্রমকালে মুক্তিসেনারা এর অপর আক্রমণ চালায়। সাথে সাথে ভারী অস্ত্রে সুসজ্জিত কনভয় থেকেও পাল্টা হামলা আসে। বৃষ্টির মত গুলি আসতে শুরু করলে সীমিত অস্ত্রবলের মুক্তিযোদ্ধার দল হতবিহবল হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ফলে মুক্তিযোদ্ধা নুরুল ইসলামসহ মোট ৪জন রাজাসন যুদ্ধে শহীদ হন। পাকবাহিনীর দলটি দ্রুত ঢাকার দিকে পালিয়ে যেতে সক্ষম হয়।
[৫৯৪] তানজিলা তাওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত