You dont have javascript enabled! Please enable it!

টঙ্গীবাড়ি থানা আক্রমণ, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ জেলা সদর থেকে সড়কপথে প্রায় ২০/২২ কি. মি. দূরে টঙ্গীবাড়ি থানার অবস্থান। এই টঙ্গীবাড়িতে উত্তর-দক্ষিণে একটি সরু খাল প্রবাহিত হয়েছে। একাত্তর সালে টঙ্গীবাড়ি থানার অবস্থান ছিল এই খালের পশ্চিম পাড়ে বর্তমানে এর অবস্থান খালের পূর্ব পাড়ে। টঙ্গীবাড়ি থানায় প্রায় ৩০/৩২ জন পুলিশ ও ইপিআর সদস্য অবস্থান করতো। এই টঙ্গীবাড়ি থানা দখলের উদ্দেশ্যে বেতকার মুক্তিযোদ্ধা রতন তার বাহিনী নিয়ে ১৯৭১ সালের ১৪ নভেম্বর টঙ্গীবাড়ি খালের পূর্ব পাশে অবস্থান নেয় ও ফায়ারিং শুরু করে। থানা থেকেও পালটা গুলিবর্ষণ করা হয়। গুলির শব্দে আব্দুল্লাহপুরের মুক্তিযোদ্ধা আব্দুর রবের বাহিনী ও টঙ্গীবাড়ি থানার পশ্চিমে আব্দুস সালামের বাহিনী থানা ঘেরাও করে ফেলে।। রব ও সালাম একে অপরের আগমন বা অবস্থান সম্পর্কে জানত না। ত সত্ত্বেও সৌভাগ্যবশত তাদের মধ্যে কোন ভুল বোঝাবুঝি হয় নি। মুক্তিযোদ্ধারা শ্লোগান দিয়ে আক্রমণ শুরু করে। আধা ঘন্টার মধ্যেই থানায় অবস্থানরত পুলিশ ও ইপিআর সদস্যরা আত্মসমর্পণ করে। কোন পক্ষেই কেউ হতাহত হয় নি।
[৫৯৪] তানজিলা তাওহিদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!