You dont have javascript enabled! Please enable it! 1971.07.12 | জিরি মাদ্রাসা অভিযান, বোয়ালমারী, চট্টগ্রাম - সংগ্রামের নোটবুক

জিরি মাদ্রাসা অভিযান, বোয়ালমারী, চট্টগ্রাম

জিরি মাদ্রাসাটি চট্টগ্রামের পটিয়া থানায় অবস্থিত ছিল। এখানে অভিযানের উদ্দেশ্য ছিল জিরি মাদ্রাসাকে রাজাকারমুক্ত করা। জুলাই মাসের ১৫/১৬ তারিখে শাহজাহান ইসলামবাদীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা রুহুল আমীন ও অন্যান্যরা ক্যাপ্টেন করিমের নেতৃত্বে প্রদ্যুতপাল, মনসুর সিদ্দীকী, ওবায়েদুল হোসেন সহ অনেকে এই অভিযান করেন। তারা ৩/৪ জন করে ৩ ভাগে বিভক্ত হন। ১ম দল দেখেন যে মাদ্রাসার অধ্যক্ষ ওজু করছেন, দ্রুত তাকে জিম্মি করা হয়। অন্যরা গুলিবর্ষণ ও চিৎকার করতে থাকেন। তারা ৩/৪ জন করে ৩ ভাগে বিভক্ত হন। ১ম দলে দেখেন যে মাদ্রাসার অধ্যক্ষ ওজু করছেন, দ্রুত তাকে জিম্মি করা হয়। অন্যরা গুলিবর্ষণ ও চিৎকার করতে থাকেন। অধ্যক্ষকে অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসার অপর রাজাকারদের অস্ত্র সমর্পণ করতে বলা হলে, তিনি অস্ত্র সমর্পণ করতে বলেন ছাত্রদের। ফলে ২২টি রাইফেল মুক্তিযোদ্ধারা উদ্ধার করতে সক্ষম হয় ও সফল অভিযানের সমাপ্তি ঘটে
[৫৯৭] কে. এম. আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত