জুরি বাঙ্কার অপারেশন, সিলেট
২৫ আগস্ট জুড়ি রেললাইনে চালানো হয় সফল অভিযান। উক্ত অভিযান পরিচালনার জন্য ৪ নং সেক্টর থেকে মুক্তিযোদ্ধারা এসে মাইন রেললাইন স্থাপন করে গেলে মাইন বিস্ফোরণে ট্রেন লাইনচ্যুত হয়ে প্রচুর ক্ষয়ক্ষতি সাধিত হয়। নান্দুয়া অপারেশন শাহবাজপুর অপারেশনকে সফল করতে সংঘটিত হয়েছে। বাংলাদেশের শেষ স্টেশনটির নাম শাহবাজপুর। শাহবাজপুর থেকে শাহেপুর রাস্তার পাশের টিলায় ইপিআর ক্যাম্প। আর শাহবাজপুর বাজার ঘেঁষে শাবাজপুর উচ্চ বিদ্যালয় ইপিআর ক্যাম্প ও বিদ্যালয় পাক আর্মির অবস্থান ছিল। ক্যাম্পের পূর্ব পাশে টিলায় মর্টার পোষ্ট। এখান থেকে ১২ পুঞ্জি সাবসেক্টরের দিকে মুখ করে আছে ২ ইঞ্চি মর্টার। অবস্থান বেশ শক্ত। ৩১ পাঞ্জাব রেজিমেন্টের একটি কোম্পানি, ১ প্লাটুন স্কাউট ও অসংখ্য রাজাকার সমবেত।
[৫৯৪] গোপাল দত্ত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত