You dont have javascript enabled! Please enable it!

জে এম সি’র সন্নিকটে জনতা ব্যাংকে অপারেশন, নারায়ণগঞ্জ

১৯ অক্টোবর দুপুর ১২টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গ্রুপ কমান্ডার খোরশেদ আলমের নেতৃত্বে জনতা ব্যাংকে পাহারারত ৭ জন পুলিশকে সারেন্ডার করান মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা এখান থেকে রাইফেল, গোলাবারুদ উদ্ধার করেন এবং ১০ হাজার ৭ টাকার মতো তুলে আনেন। এই টাকা আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্যে ব্যয় হয়। এই অর্থ থেকে ৭ জন পুলিশকে ২০০ টাকা করে বেতন দেয়া হয় (কারণ তারা যুদ্ধকালীন সময়ে কোনো ভাতা পাননি)।
[১১০] রীতা ভৌমিক

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত