জোয়ারিয়ানালা ও ঈদগাঁও সেতু অভিযান, চট্টগ্রাম
চট্টগ্রামের কক্সবাজার এলাকায় জোয়ারিয়ানালা সেতু অবস্থিত। জুন মাসের দিকে ক্যাপ্টেন হারুনের নেতৃত্ব এই অভিযান পরিচালিত হয়। হাবিলদার সোবহানের নেতৃত্বে দুজন মুক্তিযোদ্ধা, এ্যাকশন গ্রুপে ছিল ৪ জন-এ্যাকশন গ্রুপ-২ এ ছিল ৪ জন, এ্যাকশন গ্রুপ-৩ এ ছিল ২ জন, সাহায্যকারী হিসেবে ৪ জন এভাবে কয়ভাবে ১৭ জন মুক্তিযোদ্ধাকে ভাগ করা হয়। সকলে সেতুর দক্ষিণ দিকে অবস্থান নেন। পরিকল্পনা মাফিক এগিয়ে গিয়ে কোনো গোলাগুলি ছাড়াই ধরে ফেলেন ১০ জন রাজাকারকে। তাঁরা আত্মসমর্পণ করলে অপারেশনটি সফল হয়। এরপর সময় নষ্ট না করে তাঁরা ঈদগাঁও সেতুর দিকে অগ্রসর হন। হাবিলদার সোবহান মুক্তিযোদ্ধাদের নিয়ে সেতুর দিকে অগ্রসর হলে, পথিমধ্যে রাজাকাররা সন্দেহ করে তাদের প্রতি গুলিবর্ষণ করতে থাকে। তখন মুক্তিযোদ্ধারা সেতুর দক্ষিণ –পূর্ব ও দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থান নেন। ভূমিটা ছিল উঁচু এ কারণে মুক্তিযোদ্ধারা পালটা গুলিবর্ষণের জন্য সুবিধা পায়। এক পর্যায়ে সাহস করে কয়েকজন মুক্তিযোদ্ধা সরাসরি সেতুর উপর চলে আসে। এরপর হতচকিত ও ভীত রাজাকাররা রণে ভঙ্গ দেয়। ফেলে যায় ৯৫ রাউন্ড ৩০৩ রাইফেলের গুলি। ধরা পড়ে ৩ জন রাজাকার। পরবর্তীকালে ঐ সব রাজাকারের পোশাক ও ব্যাজকে কাজে লাগিয়ে মুক্তিযোদ্ধারা অন্যান্য রাজাকারদের খোঁজ ও তথ্য সংগ্রহ করেন। এই অভিযানটি অত্যন্ত সফল হয়।
[৫৯৭] কে.এম. আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত