You dont have javascript enabled! Please enable it! 1971.03.30 | জাফলং বাজারের অপারেশন সিলেট - সংগ্রামের নোটবুক

জাফলং বাজারের অপারেশন সিলেট

সিলেটের বল্লাঘাট নদীর তীরে অবস্থিত জাফলং বাজারটি। এই বাজারে ৩০ মার্চ পাখানাদার বাহিনীর বিরুদ্ধে একটি অপারেশন পরিচালিত হয়। এই অপারেশন পরিচালনার জন্য ৩৩ জঙ্কে নিয়ে একটি দল গঠন করা হয়। এর নেতৃত্বে ছিলেন ইপিয়ার সুবেদার মোশারফ হোসেন। আর তাকে সহযোগিতা করেন ইপিয়ার সদস্য গোলাম হোসেন। আরো ছিলেন হাবিলদার হারিস আলী, মোশারফ আলী আব্দুল গনি, মজিবুর রহমান, ড. খুরশিদ আলম প্রমুখ। ইপিয়ার সদস্যগণ এই অভিজানে সক্রিয় ছিলেন, এই দলটি রাতের আধারে বাল্লাঘাট নদী পার হয়ে ডাউকিকে পেছনে রেখে পূর্ব দিকে অগ্রসর হয়ে একটি মসজিদের পাশে অবস্থান করে। রাতের শেষ প্রহরের এক সময়ে মুক্তিবাহিনির ছেলেরা পাকিস্তান বাহিনির ফাড়ি আক্রমণ করে। অপর পক্ষ থেকেও প্রচণ্ড বেগে আক্রমণ আসে। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে গুলি বিনিময়। এক ফাকে শত্রুদের অনেকেই কাম্প ছেড়ে পালিয়ে যায়। এমন অবস্থায় ধোপাদিঘীর দক্ষিণ পাড়ে দুটি বন্দর, বাজারের মোড়ে দুজন মুক্তিযোদ্ধা একটি মেশিঙ্গান নিয়ে অবস্থান নেয়, বাকি মুক্তিযোদ্ধারা কারাগারের সামনে বিস্ফোরক ফাটায়। কারাগারে মুক্তিযোদ্ধা মুত্তালিব প্রবেশ করে দুই থেকে আড়াই হাজার নারী পুরুষকে মুক্ত করে। ২১ জনের এই দলটি নিরাপদে এই শহর ছেরে চলে যায়।
[৫৫] নিবেদিতা দত্ত

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত