জাফলং যুদ্ধ, সিলেট
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জাফলং অবস্থিত সিলেট জেলায়। জাফলং গ্রামে অবস্থিত মুক্তিজদ্ধাদের উপর ১৩ জুলাই রাত আটটার দিকে পাকিস্তানি সৈন্যরা দালালের কথার উপর ভিক্তি করে আক্রমণ করে। উভয় পক্ষের মদ্ধে তুমুল যুদ্ধ হয়। কিন্ত দেশপ্রেমে উদ্ধুদ্ধ মুক্তিজদ্ধাদের হাতে প্রান হারায় ৫ জন পাকিস্তানি সেনা আর বাকিরা সবাই পালিয়ে যায়। অবশেষে ভোর পাঁচটার দিকে যুদ্ধের সমাপ্তি হয়। তবে এই জুদ্ধে দুজন মুক্তিযোদ্ধা আহত হলেও তাদের পরিচয় জানা যায়নি।
[৫৫] নিবেদিতা দত্ত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত