জাভেদ আক্তার, মেজর
মুন্সিগঞ্জ
অপরাধঃ মেজর জাভেদ আক্তারের পরিচালনায় পাকবাহিনি মুন্সিগঞ্জের কেওড়ার গ্রাম ঘিরে ফেল। গ্রামের ২২ জনকে বন্দি করে খালের পাড়ে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। তারপর তাদের উপর চলে নির্যাতন। শেষে প্রত্যেকেই গুলি করে হত্যা করে। ৮ ডিসেম্বর ভোররাতে পাকসেনারা পুনরায় হামলা চালিয়ে মুসীগঞ্জের কেওড়া গ্রামের বীরন্দ্রে রায়ের পুত্র নির্মল, সূর্যকান্ত রায়, জয়গোপাল সাহা, মতিলাল সাহাসহ গ্রামের আরও কয়েকজঙ্কে ধরে পাশের একটি বধ্যভূমিতে নিয়ে যায়। তাদের সবাইকে নির্যাতনের পর গুলি করে হত্যা করে পাকিসেনারা। মেজর জাভেদ ও তার সহযোগীদেরকে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য অভিজুক্ত করা যায়।
[১৪] ডা.এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত