You dont have javascript enabled! Please enable it!

জামতলা যুদ্ধ, ফরিদপুর

রাজাকার ও মিলিশিয়া বাহিনি জামতলা কাম্পের দিকে খুব ভোরে নৌকাযোগে অগ্রসর হলে জালালউদ্দিন আহমেদ খোকনের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এগিয়ে এসে অবস্থান গ্রহন করেন। রাজাকার ও মিলিশিয়ার সংখা ছিল ৪০/৪৫ জন। পক্ষান্তরে মুক্তিযোদ্ধাদের সংখা ১৫/১৬ জন। দুই ঘন্টা গুলিবিনিময়য়ের পর রাজাকার-মিলিশিয়ারা পশ্চাদপসরণ করেন। ঐ সময় চর বিষ্ণুপুরের রাজাকার জসিম খান বুলেটবিদ্ধ হয়।
[১৫] আবু সাইদ খান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!