জলছত্র এলাকায় অ্যামাবুশ, টাঙ্গাইল
নভেম্বরের শেষের দিকে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথ আক্রমণে শত্রু সেনাদের মনোবল একেবারে নিস্তরে পৌঁছে যায়। অপরপক্ষে মুক্তিযোদ্ধাদের দেহমনে সৃষ্টি হয় অমিত তেজ। তাদের মনে স্পান্দিত হয় বিপুল আত্নশক্তি। ৩০ নভেম্বর টাঙ্গাইল জেলার মধুপুর থানার জলছত্র এলাকায় মুক্তিযোদ্ধাদের অ্যাম্বুশ পাক পেট্রোল দলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। উক্ত অ্যামবুশে কদেরিয়া বাহিনী হাবিবুর রহমান, জিয়াউল হক, একে এম রেজাউল করিম, আফম ইয়াহিয়া খান, আব্দুল হাই। জাহান আলী সরকার অংশ গ্রহণ করেন।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত