You dont have javascript enabled! Please enable it!

জয়মণ্ডপ-ধল্ল্যা মহাসড়কে অ্যাম্বুশ, মানিকগঞ্জ

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মানিকগঞ্জের মুক্তিযোদ্ধারা, মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানাধীন জয়মণ্ডপ ধল্ল্যা মহাসড়ক ধরে পাকসেনাদের ঢাকা প্রস্থানের সংবাদ পায়। এ খবর পেয়ে মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুল হক খানের নেতৃত্বে জয়মণ্ডপ ধল্ল্যা মহাসড়কে একটি পরিখা খনন করে তাতে ১৮৯ জন মুক্তিযোদ্ধা অবস্থান নেয়। সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে ৩০০ জন পাকসেনা অপারেশন এলাকার কাছাকাছি আসে। দুর্ঘটনা ক্রমে জনৈক মুক্তিসেনা ফায়ার করো অ্যাম্বুশের গোপনীয়তা প্রকাস করে দেয়। ফলে পাকবাহিনী সতর্ক হয়ে যায় এবং তারা ফায়ার করতে করতে বংশী নদী পর্যন্ত পৌঁছায়। ইতোমধ্যে ধলেশ্বরী নদীর পূর্ব পাড় থেকে পাকবাহিনীর অন্য দল ফায়ার কভার দেয় ফলে এই পাকসেনা দলটি বংশী নদী অতিক্রম করতে সক্ষম হয়। এ অপারেশনে আনিসুর রহমান, আক্কেল আলী, শরিফুল ইসলাম এবং রমিজ উদ্দিন প্রমুখ মুক্তিসেনা শহীদ হন। এই শহীদগণের কবর ধল্ল্যাবাজার হাইস্কুলের ভেতর পাকা করা আছে।
[৫৯৪] তানজিলা তওহিদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!