জাউয়া ব্রিজ, ডাবর ফেরি, জাওয়ার ব্রিজ ধ্বংস অভিযান, সুনামগঞ্জ
লে. রউফ সেলা সাব-সেক্টরে যোগ দেওয়ার পর নিজে বাছাই করে কিছু মুক্তিযোদ্ধা নিয়ে গঠন করেন পাইওনিয়র কোম্পানি। যার কম্যান্ডার ছিল উজির মিয়া। এ কোম্পানিকে দিয়ে বাংলাদেশের ভিতর আক্রমণ পরিচালনার প্রস্তুতি নেন। ডাবর ফেরি উড়ানোর প্রয়োজনীতার কথা জানালে তাঁকে দুজন মুক্তিযোদ্ধা ন্যাভেল কমান্ডো দেয়া হয়। এদের নিয়ে নভেম্বরের প্রথম তিনি রওয়ানা দেন বাংলাদেশের ভিতরে। সারাদিন তারা গ্রামে কাটাতেন। কেবল রাত্রিতেই তারা পথ অতিক্রম করতেন। এভাবে তিনি রাত্রে তারা পৌঁছেন সিলেট সুনামগঞ্জ রাস্তার জাউয়া বাজারের পার্শ্ববর্তী এক গ্রামে। এ গ্রামে সারা দিন কাটানোর পর রাত্রে তারা বিভক্ত হয়ে যান, দু’টি দলে। উজির মিয়ার নেতৃত্বে ন্যাভাল কমান্ডো যায় ডাবর ফেরি ঘাটে এবং লে.রউফের নেতৃত্বে অন্যদল থাক জাউয়ার পার্শ্বে পুল ওড়ানোর জন্যে। লেঃ রউফ সময় নির্ধারণ করেন। একই সময়ে বিকট আওয়াজে ধ্বংস হয় ডাবরের ঘাটে রাখা দুটি ফেরি বোট এবং জাউয়া বাজারের পার্শ্ববর্তী পুলটি। উল্লিখিত অপারেশনে লে. রউফ আঃ হালিম, উজির মিয়া, আঃ মজিদ, ইকরাম উল্লা সিকদার, হিরণময় কর, আঃ করিম, সামাদ প্রমুখ মুক্তিযুদ্ধে অংশ নেন। এছাড়া এ দলেই পরে ছাতক সিলেট রাস্তায় জাওয়ার পুলটি উড়িয়ে দিতে সক্ষম হয়।
[৭৬] মোহাম্মদ আলী ইউনুছ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত