You dont have javascript enabled! Please enable it!

জাজিরা ও এর পার্শ্ববর্তী এলাকার যুদ্ধ, মানিকগঞ্জ

১৯৭১ সালের ৩০ নভেম্বর পাকবাহিনীর আনুমানিক ২০০/৩০০ জন সদস্য টাঙ্গাইল থেকে এলাসিন ঘাট হয়ে সাটুরিয়ার দিকে পায়ে হেঁটে অগ্রসর হতে থাকে। পাকবাহিনীর আগমনের সংবাদ পেয়ে এ এলাকার মুক্তিযোদ্ধারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পাকুটিয়া, কেদারপুর, লাউহাটি, দরগ্রাম ইত্যাদি স্থানে পাকসেনাদের প্রতিহত করতে শুরু করে। বাতেন বাহিনীর খন্দকার আবু তাহের, মোঃ দেলোয়ার হোসেন হারিছ আলী আকবর খান ডলার, মোঃ শাহাজাহান প্রমুখ মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন দলের নেতৃত্ব প্রদান করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাকসেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের সংঘর্ষ চলতে থাকে। বিভিন্ন স্থানে বাধাপ্রাপ্ত হয়ে পাকসেনারা বিক্ষিপ্ত হয়ে পিছু হটতে থাকে। অনেক আশে-পাশের এলাকায় আত্মগোপন করে। ভাটরা ও জাজিরা এলাকায় যে সমস্ত পাকসেনা আত্মগোপন করেছিল মুক্তিযোদ্ধারা তাদের ঘেরাও করে। জাজিরাতে ২ জন পাকসেনা নিহত হয় এবং ৪ জন আহত অবস্থায় ও ৭ জন অক্ষত অবস্তায় মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়ে। জাজিরাতে পাকসেনাদের ঘেরাও করতে গিয়ে মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়ে শাহাদাৎ বরণ করেন।
[৫৯৪] তানজিলা তওহিদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!