ছয়দানার যুদ্ধ, ময়মনসিংহ
গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা থেকে ৩ কি.মি দক্ষিণে ধাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজাআর নামক স্থানের কাছে ছয়দানা অবস্থিত। এই ছয়দানায় ১৯৭১ এর ১৫ ডিসেম্বর বিজয়ের প্রাক্কালে সর্বশেষ বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয়। ডিসেম্বরের শেষ দিকে মুক্তিবাহিনী আক্রমণে টিকতে না পেরে বিপর্যস্ত পাকসেনারা গাজীপুরের বিভিন্ন স্থান যেমন জয়দেবপুর রাজেন্দ্রপুর অর্ডিন্যান্স ডিপো ও ময়মনসিংহ জামালপুর থেকে তাদের অবস্থান গুটিয়ে ঢাকার দিকে চলে যেতে মনস্থ করে। সেই উদ্দেশ্যে বিপুল সংখ্যক পাকসেনা গাজীপুরস্থ জয়দেবপুর চৌরাস্তায় এসে জড়ো হয়। মুক্তিবাহিনী পাকসেনাদের ঢাকা প্রত্যাবর্তনের বিষয়টি আঁচ করতে পেরে ছয়দানার এও এর সংলগ্ন রাস্তার পাশে ট্রেঞ্চ খুঁড়ে তাতে অবস্থান নেয়। ১৫ ডিসেম্বর পাকসেনাদের কনভয়টি ঢাকা উদ্দেশ্যে রওনা হলে ট্রেঞ্চে অবস্থানরত মুক্তিবাহিনী তাদের উপর আক্রমণ করে। উভয়পক্ষে যুদ্ধ শুরু হয় এবং ১৫ ডিসেম্বর রাত পর্যন্ত বিরামহীন ভাবে এ যুদ্ধ চলে। এ যুদ্ধে অসংখ্য পাকসেনা মারা যায় ও তাদের যানবাহন গোলাবারুদ ট্যাংক ইত্যাদি ধ্বংস হয়ে যায়। ১৫ ডিসেম্বর ছয়দানার এ যুদ্ধে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাও শহীদ হন। এরা হলেন শহীদ বদরুজ্জামান, জসিম, শরাফত, মাজেদ, নিজাম, সালাম, গালিব, খোরশেদ, গোমেজ ও লাবিব প্রমুখ।
[৫৯৪] তানজিলা তওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত