৭ এপ্রিল ১৯৭১ঃ পীর মোহসেন উদ্দিন দুদু মিয়া
জমিয়তে উলামা ইসলাম পূর্ব পাকিস্তান সভাপতি পীর মোহসেন উদ্দিন দুদু মিয়া এক বিবৃতিতে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর জন্য ভারত সরকারের নিন্দা করে একে আন্তজার্তিক রীতি নীতির লঙ্ঘন বলে বর্ণনা করেন। গত কয়েকদিন যাবত ভারতীয় মিডিয়া গুলি মিথ্যা প্রচারনা করে আসছে। এ ধরনের মিথ্যা প্রচারনায় তারা এততুকু ইতস্তত বোধ করছে না। পাকিস্তানের অভ্যন্তরীণ ঘটনাবলির উপর ভারতীয় পার্লামেন্টে একটি প্রস্তাব গ্রহন করা হয়েছে এ ছাড়া পূর্ব পাকিস্তান সীমান্ত বরাবর ভারত সৈন্য সমাবেশ করেছে। সাদা পোষাকে ভারতীয় সৈন্য পূর্ব পাকিস্তানে অনুপ্রবেশ এবং বঙ্গপসাগরে পাকিস্তানী হাজী বাহী জাহাজ হয়রানী খবর পাওয়া গিয়েছে। এসব কার্যকলাপের মাধ্যমে ভারত সরকার আজাদি পূর্বকালের মানসিকতার পরিচয় দিচ্ছে। ভারত এ যাবত যা করছে তা শুধু জঘন্য ও নিন্দনীয়ই নয় আন্ত জা কার্তিক রীতিনীতির পরিপন্থী। সেনাবাহিনী দুষ্কৃতিকারী এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে। এ কাজে সেনাবাহিনীর প্রতি সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানাচ্ছি।