You dont have javascript enabled! Please enable it! ছুন্দা ব্রিজে আক্রমণ, ফরিদপুর - সংগ্রামের নোটবুক

ছুন্দা ব্রিজে আক্রমণ, ফরিদপুর

জুলাই-আগস্ট ফরিদপুরেরে ছুন্দা ব্রিজে আহামাদুজ্জামান ও কাইয়ুম গ্রুপের যৌথ আক্রমণের মুখে ১৬ জন রাজাকার অস্ত্রসস আত্মসমর্পণ করে। কৃষক সেজে মুক্তিযোদ্ধারা সেখানে হাজির হয়। মুক্তিযোদ্ধাদের মাথায় ছিল পাটের বোঝা। বোঝা নামিয়ে তারা রাজাকারদের কাছে বিড়ি ধরানোর আগুন চান এবং রাজাকারদের হাতেও বিড়ি ধরিয়ে দেন। এর মধ্যে রাইফেল টেনে হ্যান্ডসআপ বলতেই রাজাকারদের কয়েকজন অস্ত্র ফেলে দৌড় দেয়। অন্যারা আত্মসমর্পণ করে। ঐ রাজাকারদের অত্যাচারী এবং আহমদুজ্জামানকে ধরিয়ে দেয়ার পেছনে তাঁদের কারো কারো ভূমিকা ছিল। তাই মুক্তিযোদ্ধারা তাঁদের প্রাণ বাঁচাল না। ঐ অপারেশনে অংশ নেন আহামাদুজ্জামান, মীর্জা আবদুল কাইয়ুম, সিরাজুল হক, এবিএম আনোয়ারুল ইসলাম, মোশারফ হোসেন, আব্দুল মান্নান, আবদুল হান্নান, মিজানুর রহমান, জাকির হোসেন, শেখ ইশাহাক আলী, আখতার হোসেন প্রমুখ।
[১৫] আবু সাঈদ খান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত