You dont have javascript enabled! Please enable it!

জগন্নাথ দিঘি অ্যাম্বুশ, কুমিল্লা

২০ সেপ্টেম্বর মুক্তিবাহিনীর একটি গেরিলা চট্টগ্রাম কুমিল্লার রাস্তায় জগন্নাহ দিঘির কাছে রাজাক্ররা সেতুটি উড়িয়ে দেয়ার পর এই স্থান থেকে কিছু উত্তরে ১০ জন গেরিলা ও একটি নিয়মিত বাহিনী পাকসেনাদের অপেক্ষায় এ্যাম্বুশ পেতে বসে/ সেতুটি ধ্বংসের সুংবাদ পেয়ে ফেনী থেকে পাকবাহিনীর একটি শক্তিশালী দল সেতুর দিকে অগ্রসর হয়। সেতুতে পৌঁছার আগেই পাকসেনারা মুক্তিবাহিনীর যোদ্ধাদের অ্যাম্বুশ পড়ে যায়। মুক্তিযোদ্ধারা তাদের উপর প্রচণ্ড আক্রমণ চালিয়ে একজন অফিসারসহ ২৫ জন পাকসেনাকে নিহত করে। পাকসেনারা ছত্রভঙ্গ হয়ে ফেনীর দিকে পালিয়ে যায়।
[১৮] আবুল কাশেম হৃদয়

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত