জগমোহনপুর যুদ্ধ, কুমিল্লা
৩১ ,মে তিনটায় লেঃ মাহবুবের নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধাদের একটি দল কুমিল্লার দক্ষিণে জগমোহনপুর নামক স্থানে শত্রু ঘাঁটির উপর আকস্মিক আক্রমণ চালায়। এই আক্রমণে শত্রু সেনাদের ১২ জন হতাহত হয় এবং ব্যাপক ক্ষতি হয়। একইদিন একটি টহলদার দল কুটির কাছে শত্রুদের অবস্তাহ্ন সম্বন্ধে তথ্যানুসন্ধানে যায়। কুটির কাছে তারা দেখতে পায় জে পাকসেনাদের ১টি জীপ ৬ জন সৈন্য সহ কুটি গ্রামে প্রবেশ করছে। জীপটি গ্রামের পাশে এসে দাঁড়ায়। এসময় ছয় জন পাকসেনা জীপ থেকে বের হয়ে গ্রামের ভিতরে যায়। মুক্তিযোদ্ধাদের এই ছোট দলটি বোমা ড্রাইবারসহ জীপটি ধ্বংস করে দেয়।
[১৮] আবুল কাশেম হৃদয়
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত