চিনিষ্পুর তিতাস গ্যাস সাবস্টেশন অপারেশন, নরসিংদী
চিনিষপুর তিতাস গ্যাস সাব স্টেশনটি নরসিংদী রেল স্টেশনের দেড় কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভেলানগর বাজার থেকে এক কিলোমিটার দক্ষিন-পশ্চিমে অবস্থিত। এই গ্যাস সাবস্টেশনটি থেকে ঢাকা ও এর আশেপাশের এলাকা ও সিলেটে গ্যাস সরবরাহ করা হয়। তাই ঢাকা সিলেট গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে পাকিস্তান সরকারকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এ এলাকার মুক্তিযোদ্ধারা চিনিষপুর তিতাস গ্যাস সাব-স্টেশনটির নিরাপত্তার জন্য এখানে কোন সেনা ক্যাম্প স্থাপন করা হয়নি বা কোন পাহারার ব্যবস্থাও করা হয় নি। তাই এখানে অপারেশন পরিচালনায় মুক্তিযোদ্ধাদের বিশেষ বেগ পেতে হয় নি। ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে (সঠিক তারিখ খুঁজে পাওয়া যায় নি) আনুমানিক ৯ ঘটিকার সময় মুক্তিবাহিনী চিনিষপুর তিতাস গ্যাস সাব স্টেশনের গ্যাস পাইপ লাইন এক্সপ্লোসিভ বা বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয়। ফলে ঢাকা সিলেট গ্যাস সংযোগ সম্পূর্ণভাবে বাধাপ্রাপ্ত হয়। এ অপারেশনে মুক্তিযোদ্ধাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এই অপারেশনের পরিকল্পনাকারী ছিলেন মুক্তিযোদ্ধা ন্যাভাল সিরাজ এবং মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অপারেশনে অংশগ্রহণ করেন-আবদুর রশিদ ভূঁইয়া, খান মাহমুদ, মতিউর রহমান, নজরুল খন্দকার প্রমুখ মুক্তিযোদ্ধা।
[৫৯৪] তানজিলা তওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত