You dont have javascript enabled! Please enable it! 1971.07.17 | চৌমুহনী থানা অপারেশন, নোয়াখালী - সংগ্রামের নোটবুক

চৌমুহনী থানা অপারেশন, নোয়াখালী

জুন-জুলাই মাসে নোয়াখালীর চৌমুহনীর নাদিয়াপাড়াতে একটি ট্রেনিং ক্যাম্প তৈরি করা হয়। এটি ছিল একটি ভিন্ন ধরনের ট্রেনিং ক্যাম্প এই ক্যাম্প গঠন করা হয়েছিল আলবদর ও রাজাকারদের তথ্য জানার জন্য। জুন-জুলাই থেকেই শোনা যাচ্ছিল যে, বিভিন্ন জায়গায় পাকিস্তান হানাদার বাহিনী ও স্থানীয় রাজাকাররা নারিদের নির্যাতন করছে। স্থানীয় রাজাকারদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন চৌমুহনীর হাজিপুরের চানতারা বসু ও জানে কোরবান। এই সময় সেনাবাগ থেকে খবর আসে যে, পাকিস্তানীরা কোম্পানীগঞ্জ যাবার পথে বেশ কিছু নারীকে নির্যাতন করেছে। যেহেতু কোম্পানিগঞ্জের থানায় তখন হানাদারবাহিনীর ক্যাম্প ছিল। সুবেদার শামছুইল হক, হাবিলদার সিরাজ, নূর মহাম্মদ, কুদরতউল্লাহ, নূরন্নবী, শাহজাহানশ আরও ৪/৫ জন মিলে এক্সপ্লোসিভ বসানো হয়। মাটি থেকে ফুট গভীরে এটিকে ফিট করা হয়। এর আরেকটি মাথা লাগানো হয় আরেকটি বিরাট গাছের সঙ্গে। একপ্লোসিভটি এতো বেসি শক্তিশালী ছিল যে, এক সেকেন্ডের মধ্যেই এখানে আগুন লেগে যায়, পুরো গাছ গিয়ে পড়ে রাস্তার উপর। এবারে কয়েকটি গাছকে রাস্তারত ওপর ফেলা হয়।
জুলাই মাসের ১৭ তারিখ। মুক্তিযোদ্ধা ই.পি. আর-এর গ্রুপটি সদর পুর্বে ইদ্রিস জাহীর বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ জানা গেল, চৌমুহনী থানায় বেশ কিছু পাকিস্তানী কিছু নারীকে নির্যাতন করছে। বাইরে তখন তুমুল বৃষ্টি। বৃষ্টিকে উপেক্ষা করে সুবেদার শামছুল হকের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের গ্রুপটি বেরিয়ে পড়ল। তখন রাত আনুমানিক ২ঃ৩০। তারা হাজী ইদ্রিসের বাসা হয়ে বেড়ি বাঁধ দিয়ে সালউড়ির উপর দিয়ে বেগমগঞ্জ থানার কাছে এসে পৌছাল। সঙ্গে ছিলেন নায়েক সিরাজ, হাবিলদার নূর মোহাম্মদসহ আরও অনেকে। দক্ষিণ পার্শ্বের সিকিউটির লাইন থেকে দেখা গেল তিনজন পাকিস্তানী সৈন্য তিনজন নারীকে অমানবিক নির্যাতন করছে। প্রথম গ্রেনেড চার্জ করা হল। তারা ছিটকে পড়ল। থানার ভেতর ঢুকে পড়লেন মুক্তিযোদ্ধারা। রকেট নিক্ষেপ করা হলও এই জন্য যে, যদি সৈন্যদের কেউ আশেপাশে লুকিয়ে থাকে তাহলে যেন এদিকে আসার সাহস না করে সে জন্য। মেশিনগান দিয়ে ব্রাশফায়ার করে মারা হলো তিন সৈন্যকে। নির্যাতিত তিন নারীকে উদ্ধার করে উত্তর দিক দিয়ে বের হলেন মুক্তিযোদ্ধারা।
[৪৪] জোবাইদা নাসরীন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত