৭ এপ্রিল ১৯৭১ঃ মওলানা নুরজ্জামানের বিবৃতি
ইসলামিক রিপাবলিক পার্টির সভাপতি এবং শান্তি এবং কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মওলানা নূরুজ্জামান খান ঢাকায় এক বিবৃতিতে বর্তমান সংকট অনুধাবন ও তার সমাধানের জন্য প্রতিটি মুসলমানকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। তিনি বলেন যে কোন প্রকারে দেশের যোগাযোগ বেবস্থা সরবরাহ ও বিদ্যুৎ শক্তি সম্পদ অচল করে দেয়ার জন্য ভারতীয় ও অন্যান্য শত্রু উঠে পরে লেগেছে। এই দুশমনরা ভৈরব ব্রিজ, কাপ্তাই বিদ্যুৎ আশুগঞ্জ বিদ্যুৎ ধ্বংস করার চেষ্টা করেছে। ‘তিনি বলেন বীর পাকিস্তান সেনাবাহিনী শত্রুদের এ হীন প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে এবং প্রকল্প গুলো রক্ষা করেছে। তিনি দেশপ্রেমিক নাগরিকদের দেশরক্ষায় সেনাবাহিনীকে সমর্থন ও সহযোগিতা করার আহবান জানান।