চাষাড়া রেল লাইন অপারেশন, নারায়ণগঞ্জ
ঢাকা থেকে নারায়ণগঞ্জ শহরের প্রবেশ মুখেই চাষাড়া রেললাইন অবস্থিত। রেলপথে ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাতায়াতে বাধা সৃষ্টি করার জন্য মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, নাসির উদ্দিন, আলাউদ্দিন, মোস্তফা, আব্দুর রহব ঢালী প্রমুখ মুক্তিযোদ্ধা চাষাড়া এলাকায় রেললাইন ধ্বংস করার পরিকল্পনা করেন। সে অনুযায়ী তারা ১৯৭১ এর ৮ সেপ্টেম্বর চাষাড়া রেল লাইনে এন্টি ট্যাংক মাইন স্থাপন করে। পাকসেনাদের বহনকারী ট্রেন রেল লাইনের ওপর আসা মাত্র মুক্তিযোদ্ধারা ২০০ গজ দূর থেকে চার্জ অন করেন। বিকট শব্দে মাইন বিস্ফোরিত হয় ও ট্রেনের ব্যাপক ক্ষতি হয়। তবে এ অপারেশন পাকিস্তানীদের কোন হতাহতের সংবাদ পাওয়া যায় নি।
[৫৯৪] তানজিলা তওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত