You dont have javascript enabled! Please enable it! 1971.11 | চিড়িংগি ফরেস্ট বিটে অপারেশন, চট্টগ্রাম - সংগ্রামের নোটবুক

চিড়িংগি ফরেস্ট বিটে অপারেশন, চট্টগ্রাম

চিড়িংগি ফরেস্ট বিট চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি এলাকা। এই এলাকায় পাকবাহিনী ও রাজাকারদের যৌথ অবস্থান ছিল। নভেম্বর ১৯৭১ এর শেষ সপ্তাহে এখানে গেরিলা অপারেশন পরিচালিত হয়। চট্টগ্রাম দক্ষিণ বি এল এফ গ্রুপের সাতকানিয়া, বোয়ালখালী, বাঁশখালি ও আনোয়ারা গ্রুপের সাথে যোগ দেয় রাঙ্গুনিয়া গ্রুপ। মুক্তিযোদ্ধারা ফরেস্টের দুপাশে একমাইল ব্যাপী এলাকাজুড়ে অবস্থান নেয়। পাকবাহিনী অবস্থান নেয় বাওয়ানী জুট মিল এলাকায়। পাকবাহিনী পরিকল্পিতভাবে গানবোট সহ নদীর দুদিক থেকে একসাথে আক্রমণ শুরু করে। মুক্তিযোদ্ধারা প্রথমে ফায়ার ওপেন করে মুক্তিবাহিনী। ৭/৮ ঘন্টা গোলাগুলি চলে উভয়পক্ষের মধ্যে। একসময় গানবোটসহ পাকসেনা ও রাজাকারদের দল পিছু হটে। মুক্তিযোদ্ধাদের এই সাফল্য অর্জন সম্ভব হয়েছিল সংঘবদ্ধ প্রতি আক্রমণের ফলে।
[৫৯৭] কে এম আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত