You dont have javascript enabled! Please enable it! 1971.04.07 | জামাতে ইসলামী এর নেতৃবৃন্দ - সংগ্রামের নোটবুক

৭ এপ্রিল ১৯৭১ঃ জামাতে ইসলামী এর নেতৃবৃন্দ

পূর্ব পাকিস্তান জামাতে ইসলামী এর আমীর অধ্যাপক গোলাম আজম, প্রচার সম্পাদক নুরুজ্জামান এবং সাধারন সম্পাদক গোলাম সারওয়ার এক যুক্ত বিবৃতিতে বলেছেন সার্বভৌম দেশের নাগরিক হিসাবে এবং আত্মমর্যাদাশীল নাগরিক হিসেবে পূর্ব পাকিস্তানীদের কঠোর ভাষায় ভারতের সমালোচনা করা উচিত। তারা বলেন পাকিস্তানই ভারতের একমাত্র শত্রু তা সমগ্র বিশ্ব এর জানা আছে। ভারতের পার্লামেন্টে সম্প্রতি পূর্ব পাকিস্তান বিষয়ে যে প্রস্তাব গ্রহন করা হয়েছে তা উত্থাপন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। আমাদের মধ্যে কথিত এ সহানুভূতির মাঝে হিন্দু সাম্রাজ্যবাদের অসৎ অভিসন্ধির গন্ধ পাওয়া যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীর এ কথা মনে রাখা উচিত পূর্ব পাকিস্তানীরা ভারতকে চরম শত্রু মনে করে তারা ভারতের স্বীকার হতে চায় না। ভারতীয় নেতাদেরও মনে রাখা উচিত পূর্ব পাকিস্তানীরা ভারতের সহানুভুতি চায়না। তারা তাদের অধিকার চায় লক্ষ্য তারা কি করবে তা তাদের অভ্যন্তরীণ ব্যাপার।