চট্টগ্রামে দ্বিতীয় ও চতুর্থ ব্যাটালিয়নের ২টি কোম্পানির যুদ্ধ অভিযান
মেজর শফিউল্লাহ ও মেজর জিয়ার নির্দেশে ক্যাপ্টেন এজাজ, ক্যাপ্টেন মতিন, ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ২টি কোম্পানি নিয়ে ৫ এপ্রিল, ১৯৭১ চট্টগ্রামে যুদ্ধ অভিযান শুরু করেন। ক্যাপ্টেন মতিন ভাটিয়ারী-সীতাকুণ্ড এলাকায় অবস্থান নেন। ক্যাপ্টেন এজাজ হাটহাজারী রোডে চট্টগ্রাম সেনানিবাসে ৩ মাইল উত্তরে অবস্থান নেন। এপ্রিল ৭/৮ তারিখে ক্যাপ্টেন এয়াজাজের সাথে যুদ্ধ হয়, ক্যাপ্টেন এজাজ নারায়ণহাটে পশ্চাপদসরণ করে, রাতেরবেলা পুনরায় পাকবাহিনী অবস্থানে আক্রমণ করেন। ক্যাপ্টেন রফিক, ক্যাপ্টেন এজাজকে সহায়তা করেন উদালিয়া চা বাগানের যুদ্ধে। এদিকে ক্যাপ্টেন মতিন সীতাকুণ্ডে অবস্থান নিয়ে পাকবাহিনীকে যথাসাধ্য প্রতিরোধ করেন। পরে তিনি করেরহাট এলাকায় গিয়ে নিজ ব্যাটালিয়নের প্রয়োজনে চট্টগ্রাম রণক্ষেত্র ত্যাগ করেন।
[৫৯৭] কে.এম.আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত