You dont have javascript enabled! Please enable it!

চত্তগ্রাম-কক্সবাজার রোডে মিলিটারি পুলের রাজাকার চেকপোস্ট অভিজান

মুক্তিযোদ্ধাদের এই অপারেশন স্থান চট্টগ্রাম-কক্সবাজার রোডের মিলিটারি পুলের রাজাকার চেকপোস্ট। মুক্তিযোদ্ধারা এই অপারেশনের পরিকল্পনা করে রাজাকারদের লুটরতরাজ ও নির্যাতন বন্ধ করার জন্য। ক্যাপ্টেন করিমের নেতৃত্বে এই অভিযানের পরিকল্পনা করা হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী কমান্ডার করিম, প্রদ্যুৎ কুমার পাল (দুলাল), ওবায়দুল হক শিকদার, সমীর দে এবং আব্দুর সালাম অপারেশনের জন্য প্রস্তুতি নেন। ৫ জনের এই মুক্তিযোদ্ধা দল মন্সার টেক নামক স্থানে সন্ধ্যা সোয়া ৭টার দিকে একটি প্রাইভেট কার হাইজ্যাক করে, তাতে চেপে চেকপোস্ট চলে যান। ৭:৩০ এর দিকে ওখানে পৌঁছে চেকপোস্টের দক্ষিণ পার্শ্বে অবস্থান নেন (কমান্ডার করিম)। বাকি ৩ জন ক্রলিং করে বিকল্প সেতু দিয়ে রাস্তার উত্তর পাশে কংক্রিটের স্লাম্ভের আড়ালে অবস্থান নেন। বাকি ১ জন চেকপোস্টের দু প্সহের গাড়ি থামানোর দায়িত্ব থাকেন। প্রথম তাঁরা চেকপোস্টের ওপর একটি গ্রেনেড নিক্ষেপ করেন। পরে একসাথে মুক্তিযোদ্ধারা গুলি ছুঁড়তে ছুঁড়তে এগিয়ে যান। ইতোমধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে আসা একটি বাস ঐ বাস থেকে নেমে পরে এক পাকিস্তানী সুবেদার ও বিনা কারণে বাস থামিয়ে তাখার জন্য মুক্তিযোদ্ধাদের গালিগালাজ শুরু করে। কিন্ত কাছে এসে দেখে বুঝেন যে এরা মুক্তিযোদ্ধা। পাকিস্তানী সুবেদার ক্যাপ্টেন করিমের উপর ঝাঁপিয়ে পড়েন। ক্যাপ্টেন করিম সিগন্যালের মাধ্যমে সাথীদের সাহায্য চান। সিগন্যাল পেয়ে ওবায়েদ ক্যাপ্টেন করিমকে সাহায্য করতে এলে পাকিস্তানী সুবেদার তাকেও জাপটে ধরে। এ অবস্থায় প্রদ্যুত পাল দৌড়ে এসে পাক সুবেদারকে পেটে স্টেনগান ঠেকিয়ে গুলি করে ফেলে দেন। তারপর তাঁরা ঐ একই প্রাইভেট কারে মনসারটেকের দিকে ফিরে আসেন। অপারেশন সফল হয়।
[৫৯৭] কে. এম. আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!