ঘাটাইল থানা আক্রমণ, টাঙ্গাইল
টাঙ্গাইল-মধুপুর প্রধান সড়ক ধরে টাঙ্গাইল সদর থেকে ১২ কিলোমিটার উত্তরে কালিহাতি থানা এবং কালিহাতি থী ৮ কিলোমিটার উত্তরে ঘাটাইল থানার অবস্থান। কাদের সিদ্দিকির নেতৃত্বে পরিকল্পনার অংশ হিসেবে ১৮ই জুন ২০ জন মুক্তিযোদ্ধার একটি দল ঘাতাইল থানা আক্রমণ করে। এ যুদ্ধে অংশগ্রহণকারী মুতকিজদ্ধারা হলেন-আফছার উদ্দিন, জবেদ আলী সুবেদার জিয়াউল হক, রফিকুল ইসলাম, জালাল উদ্দিন, মাহবুব আলম, আবুল কাশেম, লোকমান হোসেন প্রমুখ। মুক্তিযোদ্ধারা কাঁটাতারের বেরা ডিঙ্গিয়ে দক্ষিণ ও পশ্চিম দিক থেকে থানা আক্রমণের এক পর্যায়ে থানায় অবস্থানরত ১৩ জন পুলিশ, ২ জন এ এস আই এবং ১ জন এস আই মুক্তিবাহিনীর কাছে আত্নসমর্পণ করে। মুক্তিবাহিনী থানা থেকে আঠারটি রাইফেল, বেশ কিছু গোলাবারুদ ও কিছু টাকা উদ্ধার করে।
মুক্তিযোদ্ধারা বিনা বাধায় ঘাটাইল থানা দখল করলেও তাদের প্রাথমিক উদ্দেশ্য সফল হয় এবং যোদ্ধাদের মনোবল চাঙ্গা হয়। যা বিভিন্ন থানা দখল প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলে।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত