ঘোষগাঁও রাজাকার ক্যাম্প আক্রমণ, ময়মনসিংহ
ঘোষগাঁও ময়মনসিংহ জেলার অন্তর্গত ধোবাউড়া থানার একটি গ্রাম। পাকবাহিনীর নির্দেশে এই গ্রামে একটি রাজাকার ক্যাম্প স্থাপিত হয়। নভেম্বরের শেষের দিকে ঘোষগাঁও ক্যাম্পের ১০/১২ জন, রাজাকার মুক্তিবাহিনীর হাতে বন্দি হয়।
এই যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা হলেন- রজব আলী, আবদুল হামিদ, এনামুল হক, শামছুর রহমান, আলতাবুর রহমান, নেওয়াজ খান, আবদুল হান্নান, আবদুল হালিম, মতিউর রহমান বেগ, তোফাজ্জেল হোসেন চুন্নু প্রমুখ।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত