ঘোড়াখালী ব্রিজ অপারেশন, ফরিদপুর
২০ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধারা ফরিদপুরের ঘোড়াখালী রেলওয়ে ব্রিজ উড়িয়ে দেয়। ব্রিজ রাজাকাররা প্রহরায় ছিল। ঐ দিন রাতে মুক্তিযোদ্ধারা তাদের উদ্দেশ্যে গুলি করলে রাজাকাররা ব্রিজ ছেড়ে পালিয়ে যায়। তখন এক্সপ্লোসিভের বিস্ফোরণ ঘটলে ব্রিজের দু’পাশ থেকে ধসে যায়। মুজিব বাহিনী কর্তৃক এই অপারেশনটি সংঘটিত হয়। এই অপারেশনে আবির আহাদ (কাশিয়ানী), আবুল কাশেম, মোহাম্মদ আলী, হাসান মোল্লা, পিটার গোমেজ, রউফ মিয়া, আতিয়ার মোল্লা, পটু, বাবু, রহমান, খন্দকার মুরাদ, নামুল হাসান নসরু প্রমুখ অংশ নিয়েছিলেন বিভিন্ন সূত্রে জানা যায়।
[১৫] আবু সাঈদ খান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত