You dont have javascript enabled! Please enable it!

চট্টগ্রাম মেডিকেল কলেজ হোস্টেল পাশের ইলেকট্রিক পাইলন ধ্বংস

চট্টগ্রাম শহরে অবস্থিত চট্টগ্রাম মেডিকেল কলেজের পূর্বে চট্টেশ্বরী রোড। দক্ষিণে চট্টগ্রাম কলেজ ও পশ্চিমে চকবাজার এবং অন্যান্য এলাকা অবস্থিত। ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হোস্টেলের পাশের এই ইলেকট্রিক পাইলন মুক্তিযোদ্ধাদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। অপারেশন দিন সন্ধ্যা ৭ টায় মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন, বোরহান, ফয়েজ ও গরিবুল্লাহ মিলে কবিরতোরণ শেল্টার হতে রওয়ানা হয়ে কদমতলি, এনায়েত বাজার, জামালহান, চকবাজার দিয়ে চটেশ্বরী রোডে এসে পৌঁছান। পরিকল্পনা মতো পাইলনে তাঁদের মধ্য থেকে দুজন বিস্ফোরক স্থাপন করেন। বাকি দুজন কভারিং-এর জন্য ট্যাক্সির পাশে অবস্থান নেন এবং এমন অবস্থা তৈরি করেন যাতে মনে হয়, পথিমধ্যে ট্যাক্সি নষ্ট হয়েছে। এ সময়য় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ৩৩ কেভি বিদ্যুৎ পাইলন পুরোপুরি ধ্বংস না হলেও বসে যায়। অবশ্য সপ্তাহখানে পরে পাইলনটি মেরামত করা হয়। এ অপারেশনের ফলে ফের প্রমাণিত হয় যে, চট্টগ্রাম শহরে পাক-আর্মির নিয়ন্ত্রণ শিথিল হয়ে এসেছে এবং মুক্তিযোদ্ধারা জনগণের সহায়তায় দিনকেদিন তাঁদের তৎপরতা বৃদ্ধি করে চলেছে।
[৫৯৭] কে.এম. আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!