You dont have javascript enabled! Please enable it!

গোলাঘাট রেলওয়ে ব্রিজের যুদ্ধ, গাজীপুর

গাজীপুর জেলার শ্রীপুর থানার কাওরাইদ ও ইজ্জতপুর রেলস্টশনের মধ্যবর্তী স্থানে গোলাঘাট রেলওয়ে ব্রিজ অবস্থিত। স্বাধীনতাযুদ্ধের শুরুতে এই এলাকার ভিটিপাড়া কে এইচ কে উচ্চ বিদ্যালয়ে পাকবাহিনী অবস্থান গ্রহণ করে এবং যোগাযোগ ও সরবারহ ব্যবস্থা সচল রাখার জন্য গোলাঘাট রেলওয়ে ব্রিজটি রক্ষার্থে সৈন্য সমাবেশ করে। এই এলাকার মুক্তিযোদ্ধারা কয়েকবার পাকবাহিনীর অবস্থানে হামলা চালায় কিন্ত তেমন কোন ক্ষতি সাধন করতে পারেনি। ১৯৭১ সালের ১১/১২ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পুনরায় পাকবাহিনীর অবস্থানের উপর হামালা চালায়। কিন্ত পাকসেনাদের প্রচণ্ড আক্রমণ প্রতিহত করতে না পেরে মুক্তিযোদ্ধারা পালিয়ে যায়। পাকসেনারা তখন নিকটবর্তী অনেক বাড়িঘরে আগুন লাগিয়ে দেয় ও মা বোনের ইজ্জত হরণ করে। পলায়নপর মুক্তিযোদ্ধারা তাই সংঘবদ্ধ হয়ে পুনরায় পাকসেনাদের অবস্থানে হামলা চালায়। উভয়পক্ষে প্রচণ্ড যুদ্ধ চলতে থাকে। ১৪ ডিসেম্বর পাকবাহিনীর বিমান হামলায় মুক্তিযোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে পড়লে এ সুযোগ পাকসেনারা জীবন রক্ষার্থে কে এইচ কে হাইস্কুলের অবস্থান ছেড়ে পালিয়ে যায়। গোলাঘাট রেলওয়ে ব্রিজ এলাকার সংঘর্ষে আব্দুর রশিদ চিনু ও নুরুল হক নামে দুজন মুক্তিযোদ্ধা শহীদ হন।
[৫৯৪] তানজিলা তওহিদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!