You dont have javascript enabled! Please enable it! 1971.10 | গোলাইডাঙ্গার যুদ্ধ, মানিকগঞ্জ - সংগ্রামের নোটবুক

গোলাইডাঙ্গার যুদ্ধ, মানিকগঞ্জ

মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানায় গোলাইডাঙ্গা অবস্থিত। ১৯৭১ সালের অক্টোবর মাসে মানিকগঞ্জ জেলার সবথেকে বড় ও উল্লেখযোগ্য যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই গোলাইডাঙ্গাতে। সিঙ্গাইর থানাটি ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত এবং এই ধলেশ্বরী নদীর একটি শাখা (খাল) সিঙ্গাইর থেকে গোলাইডাঙ্গা হয়ে কালিগঙ্গা নদীতে গিয়ে মিলিত হয়েছে। আব্দুল আলী নামক একজন ইনফরমারের মাধ্যমে মুক্তিযোদ্ধারা খবর পান যে, পাকসেনারা ১০/১২ টি নৌকা নিয়ে প্রায় তিন শতাধিক সৈন্যসহ গোলাইডাঙ্গা মুক্তিযোদ্ধা ক্যাম্প দখল করতে অগ্রসর হচ্ছে। এ সংবাদ পাওয়া মাত্র মুক্তিযোদ্ধারা দুটি দলে বিভক্ত হয়ে গোলাইডাঙ্গা খালের মোড়ে ও অন্য দল খালের অপর পাড়ে অবস্থান নেয়। এরপর আক্রমণ করতে আসা পাকসেনাদের সবগুলো নৌকা যখন মুক্তিযোদ্ধাদের আওতার মধ্যে আসে তখুন তারা একযোগে হামলা চালায়। মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণে পাকসেনাদের সবগুলো নৌকা ডুবে যায় এবং প্রায় শতাধিক পাকসেনা ঘটনাস্থলে নিহত হয়। ওয়ারলেসের মাধ্যমে খবর পেয়ে এরপর গোলাইডাঙ্গায় পাক-বিমান হামলা চালানো হয় ও ফসফরাস বোমার সাহায্যে ঐ এলাকার ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়। এ যুদ্ধে মুক্তিযোদ্ধা আলী আকবর মুক্তিযোদ্ধা বজির আহত হন। গোলাইডাঙ্গা যুদ্ধে নেতৃত্ব দেন তোবারক হোসেন লুডু এবং সার্বিকভাবে যুদ্ধ পরিচালনা করেন লোকমান হোসেন। এ যুদ্ধে আরও অংশগ্রহণ করেন- মিরাজ ইয়াকুব ওরফে ওবায়দুল ইসলাম, হেকমত, নুরুল ইসলাম, জলীল, আনোয়ার, ফরিদ, জাহিদুর রহমান, হারুন, মান্নান, চায়না ম্যান, মহাদেব, ভবেশ, মোস্তাফিজ, বিল্লাল, লাবু বাহার, বাদশা, আরমান, মালেক মজনু, ওয়াজেদ, লুৎফর, আলী, আকবর পাটোয়ারী প্রমুখ।
[৫৯৪] তানজিলা তওহিদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত