You dont have javascript enabled! Please enable it! 1971.05.20 | ঘাটনা প্রতিরোধ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ - সংগ্রামের নোটবুক

ঘাটনা প্রতিরোধ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ

২০ মে পাকিস্তান বাঘাবাড়ি নদীর অন্য পাড়ে বাঙ্কার নির্মাণ শুরু করে। মুক্তিবাহিনী সেখানে পাল্টা আক্রমণ করে। পাকবাহিনী বিমান হামলাও চালায়। ২৩/২৪ মে প্রায় ১৫০ জন মুক্তিযোদ্ধা পিছু হটে উল্লাপাড়া চলে আসে। উল্লাপাড়া থেকে প্রায় প্রতিদিন বাঘাবাড়ি ঘাটে পাকবাহিনীর ওপর হামলা চালানো হয়; কিন্তু ২৫ মে পাকিস্তানী বাহিনী উল্লাপাড়া আক্রমণ করে। মুক্তিবাহিনী সলপ স্কুলে আশ্রয় নেয়। ঘাটিনায় ১০০ জন মুক্তিযোদ্ধা থেকে যায়। বাকিরা অন্যত্র চলে যায়।
[১২] কল্যাণ ভৌমিক

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত