You dont have javascript enabled! Please enable it! 1971.04.07 | এ টি সাদির বিবৃতি - সংগ্রামের নোটবুক

৭ এপ্রিল ১৯৭১ঃ এ টি সাদির বিবৃতি

পাকিস্তান দরদী সংঘের সভাপতি এ টি সাদি এক বিবৃতিতে বলেছেন পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতের অযাচিত হস্তক্ষেপ এবং পাকিস্তানের অভ্যন্তরীণ ঘটনাবলির উপর ভারতীয় পার্লামেন্টে একটি সর্বসম্মত প্রস্তাব গ্রহন এর তীব্র নিন্দা করেছেন। পূর্ব পাকিস্তানে ভারতীয় সৈন্য অনুপ্রবেশকারী প্রেরণেরও তীব্র নিন্দা করেন। ভারতের মিথ্যা প্রচারনায় বিভ্রান্ত না হওার জন্য তিনি জনগনের প্রতি আহবান জানান। তিনি পূর্ব পাকিস্তানের সম্পত্তি (ভৈরব ব্রিজ, কাপ্তাই বিদ্যুৎ আশুগঞ্জ বিদ্যুৎ) রক্ষায় সেনাবাহিনীর ভূয়সী প্রসংশা করেন। তিনি দেশের ঐক্য সংহতি ও সার্বভৌমত্ব রক্ষার জন্য পূর্ব পাকিস্তানের জনগন ঐক্যবদ্ধ ভাবে ভারতের অসৎ উদ্দেশ্য নস্যাৎ করে দিবে।
নোটঃ এ দলের আর কোন নেতা ছিল না