গোটাটিকর আক্রমণ, সিলেট
সিলেটের সুরমা নদীর দক্ষিণে অবস্থিত গোটাটিকর গ্রাম, এই গ্রামে একটি আক্রমণ পরিচালিত হয় ক্যাপ্টেন আজিজ এর নেতৃত্বে। ২ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন আজিজ ৪ এপ্রিল এই গ্রামে পৌঁছান। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ, আনসার, মুজাহিদ, এদের পাশাপাশি, এই বাহিনীতে যোগ দেয় তৎকালীন জেলা ছাত্র ইউনিয়ন সম্পাদক আব্দুল খালিক, ন্যাপ নেতা সাইদুর রহমান, খান মাহতাব ও আবুল খায়ের চৌধুরী, কাকরদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাকর আলী, ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম সোহাগ, ছাত্র ইউনিয়ন নেতা আব্দুল খালেক। শুরু করে। নদীর অপর পাড় থেকে পাকিস্তানী বাহিনীও শুরু করে পাল্টা আক্রমণ। প্রথম দিকে মুক্তিবাহিনীর আক্রমণের মুখে পাকবাহিনী বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেলে পড়ে তারা আধুনি অস্ত্রের মাধ্যমে নিজেদেরকে সংগঠিক করে আক্রমণ করে। সুরমায় উভয় তীর থেকে গুলি, পাল্টা গুলি, আক্রমণ পাল্টা আক্রমণ এভাবে চলে দুদিন, শেষ পর্যন্ত পাকিস্তানীরা পিছু হটে সালুটিকর বিমান বন্দরের দিকে।
[৫৫] নিবেদিতা দত্ত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত