গোপালপুর রেলক্রসিং ও ময়না গ্রামের যুদ্ধ
যশোর থেকে আগত পাক বাহিনীর একটি দল ঈশ্বরদীর বিমান বন্দর যাওয়ার পথে দাশুড়িয়ায় বাধা পেলে ময়না গাম হুয়ে ৩০ মার্চ ভোরে গোপালপুর রেলক্রসিং এর কাছে পৌঁছে। মুক্তিযোদ্ধারা আগেই খবর পেয়ে রেলক্রসিং এ অবস্থান নিয়ে প্রতিরক্ষা ব্যুহ গড়ে তোলে এবং সকাল ৬টা থেকে ৮ টা পর্যন্ত যুদ্ধ চলে। এ যুদ্ধ পাকসেনারা টিকতে না পেরে ময়না গ্রামের দিকে সরে যায়। এ সময়য় একটি ট্রাক উল্টে নদীতে পড়ে গেলে ৭ জন পাকসেনা মারা যায়। মুক্তিযোদ্ধা ও জনতা সারাদিন গ্রামটিকে ঘিরে রাখে। পাকসেনাদের একটি হেলিকপ্টার ঐ গ্রামের উপর কয়েক বার চক্কর দিয়ে ফিরে যায়। ৩১ মার্চ পাকসেনারা নদী পার হয়ে পালিয়ে যায়। এর পর পাক মেজর রাজা আসলাম ও দুজন সিপাহী গমক্ষেতের মধ্যে জনতার হাতে ধরা পড়ে নিহত হয়।
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত