You dont have javascript enabled! Please enable it! 1971.08.27 | গোমদণ্ডি রাজকার ক্যাম্প অভিযান, চট্টগ্রাম - সংগ্রামের নোটবুক

গোমদণ্ডি রাজকার ক্যাম্প অভিযান, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার সদরে অবস্থিত গোমদণ্ডি এলাকা, এখানে রাজাকার ক্যাম্প থাকায় অভিযান করা মুক্তিযোদ্ধাদের জন্য প্রয়োজনীয় হয়ে পড়ে। ২৭ আগস্ট সারোয়াতলী থেকে আসা মুক্তিযোদ্ধা নাসির, হাবিলদার ফজলুর বারী ও বোয়ালখালী সুলায়মনের দল নিজেদেরকে ৩ ভাগে ভাগ করে। ১ম ভাগ আক্রমণ দল রাজাকার ক্যাম্পের কাছে নালার মধ্যে অবস্থান নেন (রাত ১২টার দিকে)। অন্যদল ইউনিয়ন পরিষদের পিছনে ও ৩য় দল রেলব্রিজ উড়িয়ে দেবার জন্য অবস্থান নেন। আক্রমণ দলের ফজলুর রহমান পজিশনে গিয়ে গ্রেনেডের সেপটিফিন খুলেন। এরপর রাজাকার ক্যাম্পের জানালা দিয়ে গ্রেনেড চার্জ করে স্টেনগান দিয়ে গুলিবর্ষণ করতে থাকেন। আক্রমণের আকস্মিকতায় রাজাকাররা হতবুদ্ধি হয়ে পালানোর জন্য এদিক সেদিক দৌড় শুরু করে। এদিকে টহল ট্রেন এসে পড়ায় রাজাকাররা পালিয়ে যেতে সুযোগ পায়। তবে এই অভিযান ২০ জন রাজাকার নিহত হয়। এ যুদ্ধে ফ্রেন্ডলি ফায়ার এ ফজলু, বেবী ও ওয়াজেদ নামে ৩ মুক্তিযোদ্ধা নিহত হয়।
[৫৯৭] কে.এম.আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত