You dont have javascript enabled! Please enable it! গুপ্তচর গ্রামে অপারেশন, নারায়ণগঞ্জ - সংগ্রামের নোটবুক

গুপ্তচর গ্রামে অপারেশন, নারায়ণগঞ্জ

পাকআর্মিরা গুপ্তচর গ্রামবাসীদের বাড়িঘর হতে জোর পূর্বক হাঁস-মুরগি, গরু-ছাগল ধরে নিয়ে যেত। গ্রামবাসীরা মুক্তিযোদ্ধাদের কাছে তা অবাহিত করেন। অক্টোবর মাসে মাহফুজুর রহমান মাহফুজের নেতৃত্বে আমিরুল ইসলাম, খান মুন্সী, সিরাজুল ইসলাম, মিলন, সাহবুদ্দিন, রউফ, জানে আলেম নৌকা করে গুপচর গ্রামে আসেন। মুক্তিযোদ্ধাদের নৌকার ভেতর আত্নগোপন করে পাকআর্মিদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। গুলিতে ৪ জন পাকআর্মি মারা যায় ও একজন আহত হয়। মুক্তিযোদ্ধারা আব্দুর রব নামে একজন রাজাকারকে হত্যা করেন। মিলন নামে একজন মুক্তিযোদ্ধা এই অপারেশনে শহীদ হন।
[১১০] রীতা ভৌমিক

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত