গেইন্দা ও বারোখাদা ব্রিজ আক্রমণ, ফরিদপুর
জুলাই-আগষ্টে ফরিদপুরের বাহিরদিয়া, গেইন্দা ও বারোখোদা ব্রিজগুলোতে রাজাকাররা পাহারায় ছিল। ঐ সব ব্রিজে একাধিকবার শহীদ সালাউদ্দিন ও মোকারম গ্রুপ আক্রমণ করে এবং বেশ কিছু রাইফেল উদ্ধার করে। পরে ঐ সব স্থানে রাজাকাররা আর পাহারা বসায় না। ফলে ফরিদপুরে শহরের পার্শ্ববর্তী এলাকা মুক্তিযোদ্ধাদের অবোধ চলাচলের ক্ষেত্র পরিণত হয়। একাধিকবার টেলিফোন, বিদ্যুৎ সংযোগ করা হয় এবং রেললাইন উপড়ে ফেলা হয়।
[১৫] আবু সাঈদ খান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত