গুনাহারা আক্রমণ, বগুড়া
বগুড়া জেলার দুপাচাচিয়া-গোপীনাথপুর প্রধান সড়কের দক্ষিন-পশ্চিম প্রান্তে গুনাহার গ্রাম অবস্থিত। ১৯৭১ সালের সেপ্টেম্বরের মাসের ১৭ তারিখে দুপচাচিয়া থানা সদরে পাকবাহিনী ক্যাম্প স্থাপন করে। এই ক্যাম্প থেকে ক্যাপ্টেন আরিফের নেতৃত্বে পাকসেনা ও রাজাকারসহ আনুমানিক ১০০ জনের একটি দল গুনাহার ইউনিয়নের অর্জুনগাড়ী গ্রামের চারপাশে অবস্থান নেয়। কারন এই গ্রামে (আনগাড়ী) মুক্তিযোদ্ধারা অবস্থান করছিল। কিন্ত দলনেতা মোঃ মাহবুবুর রহমান তালুকদার (মুকুল) পাকবাহিনী আসার পূর্বেই গ্রাম থেকে বেরিয়ে পড়েন। তারপর গ্রামের আরো দুটি দল নিয়ে ভোররাতে পাকবাহিনীদের তিন দিক থেকে ঘিরে ফেলে। পাক সেনারা তাঁদের অবস্থান টের পাওয়ার পূর্বেই মুক্তিবাহিনী তাঁদের উপর তুমুল গুলিবর্ষণ শুরু করলে পাক্সেনারাও পাল্টা গুলিবর্ষণ করে। কিন্ত পাকসেনারা যুদ্ধে টিকে থাকতে না পেরে পিছু হটতে থাকে। এজুদ্ধে ১ জন পাকসেনা ও ২ জন রাজাকার নিহত হয়। তবে কোনো মুক্তিযোদ্ধারা হতাহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।
[৫৬] চাঁদ সুলতানা কাওছার
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত